দাউদকান্দিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মো. সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী জোনাকি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসচালক মো. শামসু (৪৫) ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত ২০ যাত্রীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে পাঠায়।
/রুবেল/সাইফ/