ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

টেকনাফ দিয়ে দুটি প্লাস্টিকের বস্তায় এলো ৩ লাখ পিস ইয়াবা 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ৯ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৪:৪১, ৯ ফেব্রুয়ারি ২০২৪
টেকনাফ দিয়ে দুটি প্লাস্টিকের বস্তায় এলো ৩ লাখ পিস ইয়াবা 

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নাফ নদীর জিন্নাহখাল নামক এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ানের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান- গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নাফ নদীর জিন্নাহখাল এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। ওই সংবাদে কৌশলগত অবস্থানে থাকে বিজিবি। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিজিবি টহলদল চারজন ব্যক্তিকে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে নৌকা থেকে কিছু বস্তা নামাতে দেখে। এসময় তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তারা মিয়ানমারে পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

তারেকুর/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়