ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

মায়ের হাত ছেড়ে দেওয়াই কাল হলো শিশু মাহমুদের

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ৯ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৬:৪০, ৯ ফেব্রুয়ারি ২০২৪
মায়ের হাত ছেড়ে দেওয়াই কাল হলো শিশু মাহমুদের

মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিল শিশু মাহমুদ (১০)। হঠাৎ হাত ছেড়ে দিয়ে দৌড়ে রাস্তা পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু মাহমুদ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজের আগে গাইবান্ধার ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী পৌর এলাকার সরকার পাম্পের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মাহমুদ পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী গ্রামের রবিউল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-রংপুর আঞ্চলিক মহাসড়কে শিশু মাহমুদ (১০) মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ মায়ের হাত ছেড়ে দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত  দিক থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশু মাহমুদের মৃত্যু হয়। এসময় উত্তেজিত লোকজন চালককে আটক করে ঘাতক ট্রাকটি ভাঙচুরের চেষ্টা করে। খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সেই সঙ্গে ট্রাকটিকে জব্দ ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।

আরো পড়ুন:

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, শিশু মৃত্যুর ঘটনায় সেখানকার উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

লুমেন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়