ঢাকা     সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

কুষ্টিয়ায় চলছে লাঠিখেলা উৎসব

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ৯ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৭:২৮, ৯ ফেব্রুয়ারি ২০২৪
কুষ্টিয়ায় চলছে লাঠিখেলা উৎসব

কুষ্টিয়ায় চলছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী লাঠিখেলা। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এই খেলার উদ্বোধন করেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায়। আগামীকাল শনিবার (১০ ফেব্রয়ারি) রাত ১০টার দিকে এই খেলা শেষ হবে। খেলা উপলক্ষে চলছে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও।

দেশের বিভিন্ন এলাকা থেকে এবারে লাঠিখেলায় ২৬টি লাঠিয়াল দল অংশগ্রহণ করছেন। ৩৭৮ জন পুরুষ ও নারী লাঠিখেলার কসরত প্রদর্শন করছেন বলে জানিয়েছে আয়োজক কমিটি।

আরো পড়ুন:

বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তাজু জানান, লাঠিখেলা গ্রাম বাংলার ঐতিহ্যের একটি প্রতীক। বাংলাদেশ লাঠিয়াল বাহিনী এখনো তাদের ঐতিহ্য ধরে রেখেছে। কুষ্টিয়ায় ওস্তাদ ভাই লাঠিখেলা উৎসব ও লোকজ এ মেলার আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে লাঠিখেলার ঐতিহ্য ধরে রাখা এবং লাঠিখেলা সর্ম্পকে ধারণা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দর্শকরা আসছেন। আগামীকাল শনিবার রাত ১০টায় এ খেলার আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়