জয়পুরহাটে গরুবোঝাই ভটভটি উল্টে কাউন্সিলর নিহত
জয়পুরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
সামছুল আলম
জয়পুরহাটে গরু বোঝাই একটি ভটভটি উল্টে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সামছুল আলম নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন গরু ব্যবসায়ী।তাদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের বেলতলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত সামছুল আলম ক্ষেতলাল উপজেলার বটতলী মৃধাপাড়া গ্রামের মৃত হাজি জসিম উদ্দিনের ছেলে। তিনি ক্ষেতলাল পৌর সভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
আহতরা হলেন-জয়পুরহাট সদর উপজেলার কোমর গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে আব্দুল মতিন (৬৫), ক্ষেতলাল উপজেলার বানিয়া পাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে জাফর হোসেন (৫৫) এবং একই গ্রামের খালেকের ছেলে নাজমুল (৫০)।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, কাউন্সিলর সামছুল আলমসহ কয়েকজন গরু ব্যবসায়ী নতুনহাট থেকে গরু নিয়ে ভটভটিতে করে বটতলী বাজারে যাচ্ছিলেন। বেলতলী এলাকায় পৌঁছালে ভটভটির নিয়ন্ত্রণ হারান চালক। এরফলে, যানটি সড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই কাউন্সিলর সামছুল আলম মারা যান। পরে আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
শামীম/মাসুদ