ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ফেনীতে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত 

ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৯, ১০ ফেব্রুয়ারি ২০২৪  
ফেনীতে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত 

ফেনীতে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫২মিনিটে ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে, এ ঘটনায় কেউ আহত হননি। ফেনী রেল স্টেশনের মাস্টার মো. হারুন বিষয়টি নিশ্চিত করেছেন। 

সাগরিকা এক্সপ্রেস ট্রেনে দায়িত্বরত আনসার কমান্ডার শফিকুর রহমান বলেন, ফেনী রেল স্টেশন এলাকায় প্রবেশ করার সময় ট্রেনটি ঝাঁকুনি দেয়। কিছুক্ষণ পর ট্রেন থামার পর বুঝতে পারি চাকা লাইনচ্যুত হয়েছে। 

ট্রেনের যাত্রী চাঁদপুরের কচুয়া এলাকার বাসিন্দা মো. শহিদুজ্জামান বলেন, অনেকে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে গিয়ে কিছুটা আঘাত পেয়েছেন। কেউ কেউ ট্রেন থামার পর জানালে দিয়ে লাফ দিয়ে বাইরে বের হয়ে যান।  

হাসানপুর এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে ট্রেনটি একপাশে উল্টে যাওয়ার উপক্রম হয়। পরে প্লাটফর্মের সাথে ধাক্কা লেগে আবার লাইনে আসে ট্রেনটি। 

রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে অন্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

ফেনী রেল স্টেশনের মাস্টার মো. হারুন বলেন, চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের একটি বগির চার চাকা লাইনচ্যুত হয়েছে। রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। লাইনচ্যুত ট্রেনটির ৯টি বগির মধ্যে দুইটি বগির মেরামত কাজ করা হবে। বাকি সাতটি বগি যাত্রী নিয়ে চট্টগ্রামে রওনা দেবে।

সাহাব/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়