ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

বাঁধের মাটি কাটা সেই ইটভাটার মালিককে পাউবোর নোটিশ

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৩, ১০ ফেব্রুয়ারি ২০২৪  
বাঁধের মাটি কাটা সেই ইটভাটার মালিককে পাউবোর নোটিশ

বরগুনার আমতলীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাটি কেটে ইটভাটায় নেওয়ার সংবাদ প্রকাশের পর অবৈধ ওই ভাটার মালিককে নোটিশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শনিবার (১০ ফেব্রুয়ারি) এতথ্য নিশ্চিত করেছেন বরগুনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী আজিজুর রহমান।

এর আগে, গত বুধবার (৭ ফেব্রুয়ারি) ‘বাঁধের মাটি অবৈধ ইটভাটায়, ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।  

পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী আজিজুর রহমান স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়- নোটিশ প্রাপ্তির সঙ্গে সঙ্গে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাটি ভরাট করে না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওই নোটিশে বিবাদী করা হয়েছে ভাটার মালিক নুরুল ইসলাম মিয়াকে। 

আরো পড়ুন:

আজিজুর রহমান বলেন, অবৈধ ইটভাটায় মাটি কেটে নেওয়ার কারণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সরেজমিনে পরিদর্শন করে নোটিশ দিয়েছি। 

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব রাইজিংবিডিকে বলেন, আমরা নোটিশ দিয়েছি। জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে।

ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়