ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

অধ্যক্ষের পদায়ন প্রত্যাহার চায় সিরাজগঞ্জ মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ১০ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২২:২৯, ১০ ফেব্রুয়ারি ২০২৪
অধ্যক্ষের পদায়ন প্রত্যাহার চায় সিরাজগঞ্জ মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা

বিভিন্ন কর্মস্থলে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠা সিরাজুল ইসলামকে সিরাজগঞ্জ ইনস্টিটিটিউট অব মেরিন টেকনোলজিতে অধ্যক্ষ হিসেবে পদায়ন প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। 

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার মুলিবাড়ি এলাকায় অবস্থিত ইনস্টিটিটিউটের ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, তাদের একটাই দাবি, বারবার দুর্নীতি ও অনিয়মে অভিযুক্ত বাগেরহাট ও ফরিদপুর থেকে বিতাড়িত অধ্যক্ষকে সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে পদায়ন করে প্রতিষ্ঠান ধ্বংস করা যাবে না। 

পঞ্চম পর্বের শিক্ষার্থী মুবতাসিম ফুয়াদ রিফাতের নেতৃত্বে প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাস ও সামনের মহাসড়ক দিয়ে অধ্যক্ষ সিরাজুল ইসলামকে নিয়ে লেখা নানান রকমের প্লাকার্ড নিয়ে র‌্যালি করেন। 
 

অদিত্য/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়