ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

ধামরাইয়ের সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী ঢাবি ছাত্রের

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ১১ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১০:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০২৪
ধামরাইয়ের সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী ঢাবি ছাত্রের

ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মতিউর রহমান (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মতিউর রহমান ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের জিনজিরা এলাকার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী।

পুলিশ জানায়, সন্ধ্যায় মানিগঞ্জের নয়াডিঙ্গি এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেলে করে ফিরছিলেন তিনি। এ সময় শ্রীরামপুর এলাকায় ঢাকাগামী লেনে হার্ড ব্রেক করলে তার মোটরসাইকেলটি ছিটকে পড়ে। পাকা সড়কে ছিটকে পড়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার সঙ্গের আরোহী মাটিতে ছিটকে পড়েন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। তার পরিবার থানায় এসেছেন। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সাব্বির/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়