নামাজের সময় উচ্চস্বরে গান বাজানোয় রেস্টুরেন্টে হামলা
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নামাজের সময় উচ্চস্বরে গান বাজানোয় নারায়ণগঞ্জ শহরের দেওভোগে শেখ রাসেল পার্কের ভেতরে ‘পার্ক লাউঞ্জ রেস্টুরেন্টে’ হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্কের ভেতরে কনসার্ট ও মিলনমেলার আয়োজন করে এসএসসি-৯৫ ব্যাচ সদস্যদের গ্রুপ ‘ইউনাইটেড ৯৫’। সন্ধ্যার পরে শুরু হয় কনসার্ট। এশার নামাজের সময় ১০ মিনিট গান বন্ধ রেখে ফের চালু হয় কনসার্ট। এর কিছুক্ষণ পরই একদল যুবক রেস্টুরেন্টে হামলা চালায়।
ইউনাইটেড-৯৫ গ্রুপের একজন সদস্য বলেন, নামাজের জন্য আমরা ১০ মিনিট কনসার্ট বন্ধ রাখি। কিন্তু পার্কের চারপাশে চারটি মসজিদ রয়েছে। একেক মসজিদে নামাজের সময় একেক রকম। ফলে এক মসজিদের সময় অনুযায়ী গান বন্ধ রাখলেও আরেক মসজিদের সময়ের সঙ্গে সেটা মেলেনি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।
অনিক/কেআই