ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ১১ ফেব্রুয়ারি ২০২৪  
বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স

কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এক বছর মেয়াদি অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা জানান, বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে এই কোর্সটি। দু'টি ট্রেডে এই কোর্স হয়। কোর্স দুটি হলো ফাইন আর্টস ও কম্পিউটার টেকনোলজি। এক বছর মেয়াদি কোর্সে দু'টি সেমিস্টারে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬ মাস মেয়াদি প্রথম সেমিস্টারের পরীক্ষা গত অক্টোবর মাসে শেষ হয়েছে। দ্বিতীয় সেমিস্টারের সমাপনী পরীক্ষা রোববার থেকে শুরু হলো।

পাবনার দু'টি শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার এবং হাইটেক অ্যাডভান্সড ট্রেনিং ইন্সটিটিউটের ১২০ জন প্রশিক্ষণার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছেন।

এই কোর্সে অংশ নিয়েছেন ফরিদপুর জেলার সদরপুর উপজেলার মোশারফ হোসেন, কুষ্টিয়ার কানিজ সুলতানা, ঝিনাইদহের ফারহানা প্রধান ইমু, টাঙ্গাইলের আবুল কালাম আজাদসহ অনেকে।

আলাপকালে তারা জানান, কয়েক মাস আগে আমরা প্রথম সেমিস্টারের পরীক্ষা দিয়েছি। এবার দ্বিতীয় সেমিস্টার তথা ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। এখানে সুন্দর, সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে প্রশিক্ষণ দেওয়া হয়। এখান থেকে তারা অনেক কিছু শিখতে পেরেছেন। যা তাদের দৈনন্দিন জীবনে অনেক কার্যকর ভূমিকা রাখবে। এই কোর্সের মাধ্যমে তারা বেকার জীবনের অভিশাপ থেকে নিজেদের মুক্ত করতে পারবেন বলে মনে করেন।

পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অ্যাকাডেমিক ইনচার্জ অমল কুমার বলেন, এই কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড ২০১৮ সালে অনুমোদন দিয়েছে। এই কোর্সটি সম্পন্ন করলে একজন শিক্ষার্থী বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিল্প সংস্কৃতি বিষয়ক সহকারী শিক্ষক হিসেবে চাকুরির যোগ্যতা অর্জন করে।

তিনি আরও বলেন, এই পদে সারাদেশে ক্রমান্বয়ে প্রায় ৩৭ হাজার শিক্ষক নিয়োগ হবে। কোর্সটি সম্পন্নের পর প্রশিক্ষণার্থীরা সার্টিফিকেট অর্জন করবেন। তারপর তারা এনটিআরসির মাধ্যমে নিবন্ধন পরীক্ষায় পাশ করলেই যেকোনো এলাকার মাধ্যমিক স্কুলে শিক্ষকতা পেশায় জীবন শুরু করতে পারবেন।

শাহীন/ফয়সাল


সর্বশেষ

পাঠকপ্রিয়