নেত্রকোনায় ট্রাকচাপায় সিএনজির দুই যাত্রী নিহত
নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নেত্রকোনার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কে ধানবাহী ট্রাকচাপায় মুহিত খান ও আনোয়ার হোসেন নামে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পুলিশের গণমাধ্যম শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে সোমবার গভীর রাতে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার এই দুই যাত্রী নিহত হন।
মুহিত পূর্বধলার নাটেরকোনা গ্রামের আব্দুর রহমানের ছেলে ও আনোয়ার জালশুকা গ্রামের মজিবুর রহমানের ছেলে।
পুলিশের গণমাধ্যম শাখার দেওয়া তথ্যমতে, পূর্বধলার আতকাপাড়া একটি পেট্রোল পাম্পের কাছে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কে ধান বস্তাভর্তি একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে দুজনের প্রাণহানি ঘটে।
ঘাতক চালক ও তার সহকারীকে আটকের পাশাপাশি ট্রাক ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটিকে জব্দ করে পূর্বধলা থানায় নিয়ে যাওয়া হয়েছে।
সেতু/টিপু