ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

সুন্দরবনে বাঘের ভাসমান মৃতদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৪  
সুন্দরবনে বাঘের ভাসমান মৃতদেহ উদ্ধার

সুন্দরবনের খাল থেকে ভাসমান অবস্থায় একটি রয়েল বেঙ্গল টাইগারের (বাঘ) মৃতদেহ উদ্ধার করেছেন বনরক্ষীরা। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে সুন্দরবনের পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকার একটি খাল থেকে ভাসমান অবস্থায় বাঘটির মৃতদেহ উদ্ধার হয়। 

উদ্ধার হওয়া বাঘটির মৃতদেহ বন বিভাগের কচিখালী স্টেশন কার্যালয়ে রাখা হয়েছে। বাঘটির ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে প্রাণিসম্পদ বিভাগের একটি টিম সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানিয়েছেন খুলনার বন সংরক্ষক মিহির কুমার দো।

মিহির কুমার দো বলেন, বাঘটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। প্রাণিসম্পদ বিভাগের সঙ্গে সমন্বয় করে একটি টিম পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বাঘটি কিভাবে মারা গেল এবং বাঘের বয়সসহ এ সংশ্লিষ্ট অন্যা বিষয়গুলো বনবিভাগ অনুসন্ধান করবে বলেও জানান এই কর্মকর্তা।

আরো পড়ুন:

শহিদুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়