পঞ্চগড়ে আহমদিয়াদের জলসা ঘিরে কড়া নিরাপত্তা
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের তিন দিনব্যাপী ৯৯তম সালানা জলসা (বার্ষিক সম্মেলন) শুরু হয়েছে। এ জলসা ঘিরে পঞ্চগড় শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) শহরের আহমদ নগরে শুরু হওয়া এ জলসা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। যদিও আগামী ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি জলসার দিনক্ষণ নির্ধারণ ছিল। তবে নিরাপত্তার স্বার্থে জলসার সময় এগিয়ে আনা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
জলসার নিরাপত্তার স্বার্থে আহমদনগর এলাকাসহ শহরের প্রতিটি আবাসিক হোটেল, মসজিদের সামনে ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা জেলা শহরসহ সদর উপজেলার ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে রাতযাপন করছেন। ফলে প্রতিষ্ঠানগুলোতে পাঠদান বন্ধ রয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল মালেক বলেন, জেলা প্রশাসনের চিঠির আলোকে ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পাঁচ দিন নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। একেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১৫০ থেকে ২০০ পুলিশ সদস্য অবস্থান করছেন। এ অবস্থায় পাঠদান করা সম্ভব হবে না বলেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বিদ্যালয়ের অফিস খোলা রয়েছে এবং শিক্ষকেরা দাপ্তরিক কার্যক্রম চলমান রাখছেন।
আরও পড়ুন: পঞ্চগড়ে আহমদিয়ার জলসা বন্ধের দাবিতে স্মারকলিপি
গত বছরের ২ থেকে ৪ মার্চ ৯৮তম সালানা জলসা ঘিরে শহরে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় দুইজন নিহত হয়। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হয়। ঘটনার পর ৩২টি মামলায় ১৪ হাজারের বেশি মানুষকে আসামি করা হয়।
এবারও জলসা বন্ধের দাবিতে গত ২৮ জানুয়ারি সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছে।
নাঈম/বকুল