ঢাকা     মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৯ ১৪৩১

শেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ১৩ ফেব্রুয়ারি ২০২৪  
শেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ। প্রতিযোগিতায় উপজেলার ৭টি ইউনিয়নের বাছাইকৃত শিক্ষার্থীরা ৫০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, টেনিস বল নিক্ষেপ, উচ্চ লাফ, ক্রিকেট বল নিক্ষেপ, ভারসাম্য দৌড়, অংক দৌড়সহ বিভিন্ন খেলায় অংশ নেয়।

এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা নুরন নবী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার পারভেজ, উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও বিলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বিল্লাল হোসাইন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি শহীদ সোহরাওয়ার্দী ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মনোয়ারা বেগম প্রমুখ।

আরো পড়ুন:

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, দুই দিনব্যাপী উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিশুদের মেধা বিকাশে খেলাধুলায় আগ্রহী করাই আমাদের লক্ষ্য।
 

তারিকুল/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়