ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

লক্ষ্মীপুরে কর কর্তন ও জমাদান বিষয়ক মতবিনিময়

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৪  
লক্ষ্মীপুরে কর কর্তন ও জমাদান বিষয়ক মতবিনিময়

‘সবাই মিলে দেবো কর, দেশ হবে স্বনির্ভর; আয় করে প্রবৃদ্ধি, দেশ দশের সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য সামনে নিয়ে লক্ষ্মীপুরে আয়কর আইন উৎসে কর কর্তন ও জমাদান বিষয়ক মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা কর অঞ্চলের কর কমিশনার মো. গোলাম কবীরের সভাপতিত্বে শহরের বাগবাড়ি এলাকায় ঐতিহ্য কনভেনশন সেন্টার অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে স্টেকহোল্ডারদের সাথে নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এসময় দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সময় মতো কর দিয়ে দেশকে সমৃদ্ধিশালী করতে সহযোগিতা করার আহ্বান জানান অতিথিরা।

মতবিনিময় সভায় অতিথি হিসেবে ছিলেন, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদ, যুগ্ম কর কমিশনার আবদুল মালেক, কর কর্মকর্তা এস এম মেহেদী হাসান ও হেজবুন বারি খান।

এর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন লক্ষ্মীপুর কর অঞ্চলের কর্মকর্তারা।

লিটন/ফয়সাল


সর্বশেষ

পাঠকপ্রিয়