ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

হবিগঞ্জ জেলা পরিষদের উপ-নির্বাচন

চেয়ারম্যান পদে এমপির স্ত্রীসহ ৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৪  
চেয়ারম্যান পদে এমপির স্ত্রীসহ ৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরের স্ত্রী আলেয়া আক্তারসহ চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমানের কাছে তারা মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরের স্ত্রী আলেয়া আক্তার হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অন্য তিন প্রার্থী হলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী, মো. ফরিদ উদ্দিন তালুকদার এবং মো. নূরুল হক।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান বলেন, তফসিল অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থীরা আপিল করতে পারবেন ১৬-১৮ ফেব্রুয়ারি। আপিলের নিষ্পত্তি করা হবে ১৯-২০ ফেব্রুয়ারি। নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। আগামী ২৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ করবে প্রার্থীদের মধ্যে। ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। হবিগঞ্জের ৯টি উপজেলা, ৫ পৌরসভা ও ৭৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা নির্বাচনে ভোট দেবেন। ভোটার সংখ্যা ১ হাজার ১০৪ জন।

মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়