ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

কুমিল্লায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৪  
কুমিল্লায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ফাইল ফটো

কুমিল্লার ইপিজেড এলাকায় চাঁদা না পেয়ে ভাইয়া এ্যাপারেল্স লিমিটেডের নির্বাহী পরিচালক সোহেল আহমেদের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নগরীর মনোহরপুর এলাকায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সোহেল আহমেদ বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন।

মামলার বাদী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী বাহিনী সোহেল আহমেদ কাছে চাঁদা দাবি করে আসছিল। এর জেরে গত শনিবার সন্ত্রাসীরা অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।

আহত ব্যবসায়ী সোহেল আহমেদ বলেন, স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়া আমার উপর হামলা চালিয়েছে। হামলার সময় আমার মোবাইলফোন, মানিব্যাগ ও নগদ অর্থ নিয়ে গেছে তারা।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। আসামিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

রুবেল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়