ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষা দেয়া হলো না ৬ শিক্ষার্থীর

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২০:৪৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষা দেয়া হলো না ৬ শিক্ষার্থীর

পরীক্ষা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়ে শিক্ষার্থীরা

নরসিংদীতে প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষা দেয়া হলো না ৬ শিক্ষার্থীর। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) ছিল এসএসসি পরীক্ষার প্রথম দিন। এ দিন সকালে পরীক্ষার কেন্দ্রে গিয়েও প্রবেশপত্র না পাওয়ায় কান্নায় ভেঙে পড়ে শিক্ষার্থীরা।

পরীক্ষা না দিতে পারা শিক্ষার্থীরা হলেন, মেঘনা, চাঁদনী, তৈয়বা, জান্নাতুল, অর্পিতা এবং সুমাইয়া। এরা প্রত্যেকে নরসিংদী শহরের ব্রাহ্মন্দী বালিকা উচ্চ বিদ্যালয় এবং নরসিংদী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্বাচনি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থী।

পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় তারা নরসিংদী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তারা নরসিংদী সদরস্থ নরসিংদী ডিজিটাল গালস হাইস্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলামকে অভিযুক্ত করেন।

আরো পড়ুন:

পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিতের প্রলোভন দেখিয়ে ৬ শিক্ষার্থীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আমিনুল ইসলামের বিরুদ্ধে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত থেকে অভিযুক্ত ওই প্রধান শিক্ষক লাপাত্তা।

শিক্ষার্থীর অভিভাবক ও শিক্ষার্থীরা জানায়, নরসিংদী শহরের ব্রাহ্মন্দী বালিকা উচ্চ বিদ্যালয় এবং নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্বাচনি পরীক্ষায় অকৃতকার্য হয় ৬ শিক্ষার্থী। পরে ছাড়পত্র নিয়ে নিজ প্রতিষ্ঠান নরসিংদী ডিজিটাল গার্লস হাই স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিতের প্রলোভন দেখায় প্রধান শিক্ষক আমিনুল ইসলাম। পরবর্তীতে তাদের কাছ থেকে জনপ্রতি ১৫ হাজার টাকা নিয়ে রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র দেয়ার আশ্বাস দেন তিনি।

বুধবার রাত পর্যন্ত প্রবেশপত্র দেয়ার আশ্বাসের পর তাদের রায়পুরা উপজেলার বালুয়াকান্দী উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হওয়ার কথা বলে মোবাইল বন্ধ রেখেছেন আমিনুল ইসলাম। এরপর থেকে তাকে পাওয়া যায়নি। প্রবেশপত্র পাবার আশায় বৃহস্পতিবার যথারীতি পরীক্ষা কেন্দ্রে গিয়ে সেখানে বৈধ কাগজপত্র ছাড়া হলে প্রবেশ করতে না পেরে কান্নায় ভেঙে পড়ে শিক্ষার্থীরা। পরে তারা সেখান থেকে ফিরে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে এসে অভিযোগ করে। পরীক্ষায় অংশ নেয়ার পাশাপাশি প্রতারক শিক্ষকের বিচার দাবি করেন তারা।

নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম জানান, বিষয়টি সম্পর্কে প্রাথমিকভাবে জানতে পেরেছেন। তবে বিদ্যালয়টির অনুমোদনের প্রমাণ পাওয়া যায়নি। প্রতারক শিক্ষককের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি অভিভাবক ও শিক্ষার্থীদেরও প্রতারকদের হাত থেকে সাবধানতা অবলম্বনের আহ্বান জানান জেলা প্রশাসক।
 

হৃদয়/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়