মসিক নির্বাচন
মেয়র পদে একজন, কাউন্সিলর পদে ৩৬ জনের মনোনয়ন বাতিল
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা করা ২৩৩ জনের মধ্যে ৩৬ জনের মনোনয়ন বাতিল করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে একজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে তিন জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। লড়াইয়ে টিকে রইলেন মেয়র ছয়জন, সাধারণ কাউন্সিলর পদে ১৬১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৬ জন। এর আগে সকাল থেকে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটরিয়ামে দিনভর চলে মনোনয়নপত্র যাছাই-বাছাই।
সহকারী রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী গোলাম ফেরদৌসের ৩০০ জন ভোটারের সমর্থনসহ সূচক তালিকায় গড়মিল থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়।
এছাড়া হলফনামায় তথ্য গোপনসহ বেশ কয়েকটি কারণে বিভিন্ন ওয়ার্ডের ৩৩ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর ও ৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। তবে তারা বিভাগীয় কমিশনার বরাবর আপিল করার সুযোগ পাবেন।
আগামী ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রচারণা। আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ।
মিলন/ফয়সাল