ঢাকা     সোমবার   ৩০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৫ ১৪৩১

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এল মৃত মা কচ্ছপ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৪  
কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এল মৃত মা কচ্ছপ

ভেসে আসা মা কচ্ছপের মৃতদেহ। (ছবি- সংগৃহীত)

কক্সবাজার সমুদ্র সৈকতের রেজুখালের মোহনায় একটি অলিভ রিডলি বা জলপাই রঙের সামুদ্রিক মা কচ্ছপের মৃতদেহ ভেসে এসেছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) বিজ্ঞানীরা মৃত কচ্ছপটি উদ্ধার করেন।
বোরির বিজ্ঞানীদের ধারণা, ১০ থেকে ১২ দিন আগে কচ্ছপটি মারা গেছে। এ নিয়ে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত কমপক্ষে ২০টি মা কচ্ছপ মারা পড়েছে। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অলিভ রিডলি প্রজাতির এই মা কচ্ছপ সৈকতের বালিয়াড়িতে ডিম পাড়তে আসার সময় জেলেদের জালে আটকা পড়ে কিংবা অন্য কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এটির পেটে ১০২টি ডিম পাওয়া গেছে। কচ্ছপটির সামনের দিকের দুইটি ফ্লিপারের (সাঁতার কাটার পাখনা) একটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ছিল।

এর আগে বুধবার (১৪ ফেব্রুয়ারি) কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট সৈকতে একটি বিপন্ন স্তন্যপায়ী পরপইসের মৃতদেহ ভেসে এসেছে। কক্সবাজার সৈকতে প্রথম পরপইসের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বোরি’র বিজ্ঞানীরা।

তারেকুর/ফয়সাল


সর্বশেষ

পাঠকপ্রিয়