ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

হবিগঞ্জে পুরাতন খোয়াই নদীর পরিষ্কার পরিছন্নতা কার্যক্রম

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৪  
হবিগঞ্জে পুরাতন খোয়াই নদীর পরিষ্কার পরিছন্নতা কার্যক্রম

খোয়াই নদী পরিদর্শনকালে বাপা নেতৃবৃন্দ।

হবিগঞ্জ পৌরসভা কর্তৃক পুরাতন খোয়াই নদীর নিউ মুসলিম কোয়ার্টার এলাকায় পরিষ্কার পরিছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার’র নেতৃবৃন্দ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বাপা হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদের নেতৃত্বে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, নির্বাহী সদস্য অ্যাডভোকেট বিজন বিহারী দাস, প্রকৌশলী আব্দুল মুনিম চৌধুরী বুলবুল, এস এ শওকত চৌধুরী, পুরাতন খোয়াই নদী পুনরুদ্ধার ও পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসবি সাঈদ চৌধুরী প্রমুখ।

পরিদর্শনকারী নেতৃবৃন্দ বলেন, হবিগঞ্জ জেলা শহরের প্রধান জলাধার হচ্ছে পুরাতন খোয়াই নদী। বৃষ্টির পানির প্রধান আধার নদীটির অধিকাংশ ভরাট-দখল হয়ে যাওয়ার কারণে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতা এবং কৃত্রিম বন্যা দেখা দেয়।

আরো পড়ুন:

যা কয়েক বছর ধরে ভয়াবহ রূপ নিয়েছে। বাসাবাড়ি, বিভিন্ন পাড়া, মহল্লা এমনকি প্রধান সড়কও ডুবে যায়। মানুষকে দুর্ভোগ পোহাতে হয় চরমভাবে। পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতামুক্ত স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে পুরাতন খোয়াই নদীর পুরো অংশের দখল উচ্ছেদ করে খনন ও সংরক্ষণ করা জরুরি।

মামুন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়