ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

কক্সবাজারে ফের ভেসে এলো তিন মা কচ্ছপ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৪  
কক্সবাজারে ফের ভেসে এলো তিন মা কচ্ছপ

কক্সবাজার সমুদ্র সৈকতে অলিভ রিডলি বা জলপাই রঙের আরও তিনটি মৃত সামুদ্রিক মা কচ্ছপ ভেসে এসেছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানী ও রেজুখালের মোহনায় ক্ষতবিক্ষত কচ্ছপের মৃতদেহ ভেসে আসে।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার বিকেলে ইনানী সৈকতে দুটি ও রেজুরখাল মোহনায় একটি অলিভ রিডলি প্রজাতির মৃত কচ্ছপ জোয়ারের সঙ্গে ভেসে এসেছে। তিনটি কচ্ছপের পেটেই ডিম রয়েছে। অন্তত ১০-১২ দিন আগে ডিম পাড়তে আসার পথে কোনোভাবে আঘাত পেয়ে কচ্ছপগুলো মারা পড়েছে।

তিনি আরও বলেন, গত দুই দিনে সৈকতে ভেসে আসা সামুদ্রিক প্রাণীগুলোর দেহে আঘাতের চিহ্ন রয়েছে।
হঠাৎ করে সামুদ্রিক প্রাণী মারা পড়ার বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. তৌহিদা রশীদ।

তিনি বলেন, এর কারণ খুঁজতে বিজ্ঞানী ও সংশ্লিষ্টদের সমন্বয়ে অনুসন্ধান করা হবে।

তারেকুর/ফয়সাল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়