ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

চট্টগ্রাম বিমানবন্দর থেকে ৬৪ স্বর্ণের বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩১, ১৭ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ০৯:৩১, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
চট্টগ্রাম বিমানবন্দর থেকে ৬৪ স্বর্ণের বার উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান থেকে আসা একটি ফ্লাইটে পরিত্যক্ত অবস্থায় ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার ওজন প্রায় সাড়ে ৭ কেজি।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিমানবন্দর কাস্টমস ও শুল্ক গোয়েন্দারা ওমান এয়ারের (ডব্লিউওয়াই ৩১১) ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিমানবন্দরের কর্মরত ও শুল্কগোয়েন্দা কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ৬৪ পিস স্বর্ণের বার উদ্ধার করেন। যার ওজন প্রায় সাড়ে সাত কেজি। বাজার মূল্য সাড়ে ৬ কোটি টাকা প্রায়।

বিমাবন্দরে দায়িত্বরত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান বলেন, রাতে ওমান এয়ারলাইনসের উড়োজাহাজে স্বর্ণের বড় চালান আসবে জেনে গোপন সংবাদের ভিক্তিতে গোয়েন্দা টিম প্রস্তুত ছিল। বিমানটির ২৫-বি নম্বর আসনে এই স্বর্ণ থাকতে পারে তথ্য ছিল। তবে এটি ল্যান্ড করার পর নির্ধারিত আসনে তল্লাশি করে না পেয়ে অন্য আসনে তল্লাশি শুরু হয়। শেষ পর্যন্ত বিমানের ৩৫-এফ আসনের পেছনে কালো স্কচটেপ মোড়ানো চারটি দণ্ডাকৃতির বস্তু পাওয়া যায়। এগুলো খুলে ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

/রেজাউল/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়