ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

গোপালপুরে ছোট মনির এমপিকে গণসংবর্ধনা

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ০৯:৪১, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
গোপালপুরে ছোট মনির এমপিকে গণসংবর্ধনা

টানা দ্বিতীয় বারের মতো টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় তানভীর হাসান ছোট মনিরকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপালপুর উপজেলায় সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের উদ্যােগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী সহ-সভাপতি আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, ধর্মবিষয়ক সম্পাদক আব্দুর রৌফ চাঁন মিয়া, অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা ড. নূরনব্বী মিয়া, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি প্রমুখ। 

এসময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতেই সংসদ সদস্য ছোট মনিরকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়৷ 

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

কাওছার/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়