ঢাকা     শুক্রবার   ০৫ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২১ ১৪৩১

নানা আয়োজনে জীবনানন্দ দাশের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৪  
নানা আয়োজনে জীবনানন্দ দাশের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন

বরিশালে নানা আয়োজনে পালিত হয়েছে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নগরীর সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ প্রাঙ্গনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. এ এস কাইয়ুম উদ্দীন আহমেদ। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষক পরিষদের সম্পাদক আল আমিন সরোয়ার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রণজিৎ মল্লিক, সহযোগী অধ্যাপক তপন কুমার সাহা, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক স্নেহাংশু কুমার বিশ্বাস। পরে জীবনানন্দ দাশ-এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

উত্তরণ সংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিনই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলায় ৫০টি স্টলে জীবনানন্দ দাশের নিজের ও তাকে নিয়ে লেখা বিভিন্ন ধরনের বই, বাঙ্গালি সংস্কৃতি ও ঐতিহ্যেকে বহন করে এমন খাবার ও পণ্য সামগ্রীর সমারোহ ঘটানো হয়েছে।

উত্তরণের সভাপতি সুদীপ্ত দাস বলেন, কবি জীবনানন্দ দাশ এই ব্রজমোহন কলেজের ছাত্র ও শিক্ষক ছিলেন। তার জন্মদিন উপলক্ষে নানা আয়োজনের মধ্যে সপ্তম জীবনানন্দ মেলার যাত্রা শুরু হলো। মেলার প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সন্ধ্যায় প্রিয় কবির জন্মদিনকে কেন্দ্র করে ক্যাম্পাসে মোমবাতি প্রজ্জ্বলন করা হবে।

এদিকে, আজ সকাল ৯ টায় জাতীয় কবিতা পরিষদ বরিশালের উদ্যোগে নগরীর জীবনানন্দ দাশ (বগুড়া) সড়কের জীবনানন্দ মিলনায়তনে আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করা হয়। এরআগে সেখানে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কবি, লেখক ও পাঠক সংগঠনগুলো। এসময় বাংলা একাডেমির শিশুসাহিত্য পুরস্কার পাওয়া কবি ও জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার সভাপতি অধ্যাপক তপংকর চক্রবর্তী, অধ্যাপক দীপঙ্কর চক্রবর্তী, প্রগতি লেখক সংঘ বরিশাল শাখার সভাপতি অপূর্ব গৌতম, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাংবাদিক সুশান্ত ঘোষ উপস্থিত ছিলেন।

আরিফুর/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়