ঢাকা     সোমবার   ৩০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৫ ১৪৩১

নড়াইলে যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের ৩য় দিন

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৪  
নড়াইলে যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের ৩য় দিন

নড়াইল জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ৩য় দিনের কার্যক্রম শুরু হয়েছে। 

সোমবার (১৯ জানুয়ারি) সকালে ১ম ও ২য় দিনে উত্তীর্ণ প্রার্থীরা পুলিশ লাইন্স মাঠে তিনটি ইভেন্টে অংশগ্রহণ করছে। 

১ম ইভেন্টে রয়েছে- দৌঁড় : পুরুষের জন্য ১৬০০ মিটার ৬ মিনিট ৩০ সেকেন্ডে, নারীদের জন্য ১০০০ মিটার ৬ মিনিটে। 

২য় ইভেন্টে রয়েছে- ড্র্যাগিং : পুরুষদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ১৫০ পাউন্ড ৩০ ফুট পর্যন্ত, নারীদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ১১০ পাউন্ড ২০ ফুট পর্যন্ত। 

৩য় ইভেন্টে রয়েছে- রোপ ক্লাইম্বিং : পুরুষদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ১২ ফুট এবং নারীদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ৮ ফুট উচ্চতায় ওঠা।

নড়াইল পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান বলেন,  আগামী ৬ মার্চ বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞান বিষয়ে ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা হবে। 

এ সময় নিয়োগ বোর্ডের সদস্যরা হলেন- আফরিদা রুবাই পিপিএম এআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা, তানভীর আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খুলনা জেলা, মো. মাসুদ রানা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বাগেরহাট জেলা, তারেক আল মেহেদী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মো. দোলন মিয়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নড়াইল,  ২ জন মেডিক্যাল অফিসার ডা. মার্শিয়া আহমেদ ও ডা. শুভাশিসসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ। 

শরিফুল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়