ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

গাজীপুরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি শীর্ষক মাঠ দিবস

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ১৯ ফেব্রুয়ারি ২০২৪  
গাজীপুরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি শীর্ষক মাঠ দিবস

গাজীপুরের কালীগঞ্জে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম।

২০২৩-২৪ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্যাটার্নভিত্তিক (সরিষা-বোরো-পতিত) বাস্তবায়ন প্রদর্শনী উপলক্ষে কালীগঞ্জ পৌর ব্লক ঘোনাপাড়া এলাকায় এ মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আয়োজন করা হয়।

আরো পড়ুন:

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খান।

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আখতারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাজীপুর জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আশীষ কুমার কর, কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহিদ হাসান, উপজেলার জামালপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কালীগঞ্জ পৌরসভা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ছরোয়ার জাহান হিরো প্রমুখ।

এসময় স্থানীয় কৃষক-কৃষাণী, গণমাধ্যমকর্মী, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

রফিক/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়