ঢাকা     সোমবার   ০৮ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৪ ১৪৩১

চলন্ত অবস্থায় তিন বগি বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ২০ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৪:৪৪, ২০ ফেব্রুয়ারি ২০২৪
চলন্ত অবস্থায় তিন বগি বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহে চলন্ত অবস্থায় ট্রেনের তিন বগি বিচ্ছিন্ন হয়ে লাইনে আটকে রয়েছে। ফলে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১ টার দিকে গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

নাজমুল হক বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি পথিমধ্যে গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় আসতেই পিছন থেকে তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ঢাকা ময়মনসিংহ ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

নাজমুল হক খান আরও বলেন, কিছুক্ষণের মাঝেই ওই ট্রেনের সাথে পিছনের তিনটি বগি জোড়া লাগিয়ে রওনা দেবে। এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

মিলন/টিপু

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়