কবি শামীম আশরাফ জামিনে মুক্ত
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বেনামে পোস্টার তৈরি করে ময়মনসিংহ সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র মো. ইকরামুল হক’র বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া গ্রাফিক্স ডিজাইনার কবি শামীম আশরাফকে জামিন দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে শামীম আশরাফের পক্ষে জামিন আবেদন করলে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, আদালত পরিদর্শক শফিকুল ইসলাম। তিনি বলেন, শামীম আশরাফকে আদালতে তুলে তার আইনজীবী জামিন আবেদন করলে ময়মনসিংহ- ৩ নম্বর আমলী আদালতের বিচারক তাজুল ইসলাম সোহাগ তার জামিন আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য, রোববার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানে যান জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন ও ছাত্রলীগের কয়েকজন নেতা। এসময় তারা শামীম আশরাফকে সদ্য সাবেক মেয়রের বিরুদ্ধে অপপ্রচারমূলক পোস্টার তৈরির অভিযোগ তোলেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করা হয়।
এই ঘটনার কিছুক্ষণ পর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম সেখানে যান। সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। পরে পুলিশ শামীম আশরাফকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ৫৪ ধারায় তাকে আদালতে নেওয়া হলে বিচারক শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মিলন/ফয়সাল