ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

পঞ্চগড়ে ভারতীয় বন্যহাতির আক্রমণে যুবক নিহত 

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৩, ২০ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২১:১৬, ২০ ফেব্রুয়ারি ২০২৪
পঞ্চগড়ে ভারতীয় বন্যহাতির আক্রমণে যুবক নিহত 

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকায় ভারত থেকে আসা বন্যহাতির আক্রমণে নুর জামান (২৩) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই যুবক। মৃত নুর জামান একই এলাকার আবুল হোসেনের ছেলে। 

আরও পড়ুন: পঞ্চগড়ে ভারতীয় দুই বন্য হাতি, আতঙ্কে এলাকাবাসী

জানা গেছে, আজ মঙ্গলবার সকালে ভারত থেকে সীমান্তের বেড়া ভেঙে বাংলাদেশের কাশিমগঞ্জ গ্রামের একটি ভুট্টা খেতে ঢুকে পড়ে বন্যহাতি দুটি। ভুট্টা খেতে দিনভর হাতি দুটি অবস্থান করে। বিকেলের দিকে ভূট্টা খেত থেকে বের হয়ে হাতি দুটি খেতের পাশের চা বাগানে আসে। স্থানীয় বাসিন্দারা হাতি দুটিকে তাড়াতে কিছুটা সামনে এগিয়ে যান। এসময় হাতিও সামনের দিকে এগিয়ে আসে। স্থানীয় লোকজন দৌঁড়ে পালিয়ে গেলেও নুর জামান পড়ে যান এবং হাতির আক্রমণের শিকার হন। হাতি কিছুটা সরে গেলে স্থানীয় লোকজন নুর জামানকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠান। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুর জামান। 

আরো পড়ুন:

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. রহিমুল ইসলাম বলেন, চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়েছে। 

নাঈম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়