ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

তালা ও চার্জার লাইটের ব্যাটারির ভেতর দেড় কেজি সোনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ২১ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৫:৪৩, ২১ ফেব্রুয়ারি ২০২৪
তালা ও চার্জার লাইটের ব্যাটারির ভেতর দেড় কেজি সোনা

চট্টগ্রাম বিমানবন্দরে তালা এবং চার্জার লাইটের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে পাচারের সময় দেড় কেজি সোনা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে দুবাই থেকে আসা এক যাত্রীর লাগেজ থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুবাই থেকে আসা একটি ফ্লাইট (এফজেড-০৫৬৩) সকাল ৯টা ৪৮ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। ওই ফ্লাইটে থাকা এক যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে ১ হাজার ৬১৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

‘ওই যাত্রী বড় একটি তালা এবং চার্জার লাইটের ব্যাটারির ভেতরে স্বর্ণের পাতের ওপর লিথিয়ামের প্রলেপ দিয়ে স্বর্ণগুলো লুকিয়ে এনেছিলেন।’ - যোগ করেন তিনি।

রেজাউল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়