ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ২২ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৭:১৮, ২২ ফেব্রুয়ারি ২০২৪
গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানা এলাকার আরামবাগ পশ্চিম পাড়ায় শরীফের ঝুটের গোডাউনে এ অগ্নিকাণ্ড হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন। তিনি বলেন, কোনাবাড়ি থানাধীন আরামবাগ পশ্চিম পাড়া এলাকার শরীফের ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় পাশে থাকা আরও একটি ঝুটের গোডাউন ও তিনটি বাড়িতে আগুন লাগে; যা এখনো নিয়ন্ত্রণে আসেনি। নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

আরো পড়ুন:

রফিক/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়