ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

চাঁদপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১২:০৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
চাঁদপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

বামে নিহত ইমন

চাঁদপুরের হাজীগঞ্জে ইমন হোসেন (৩০) নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাকিলা ইউনিয়নে জনতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের লোধপাড়া কবিরাজবাড়ির হারুনুর রশিদের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ও অটোরিকশাচালক ছিলেন।

নিহতের বড় চাচা আব্দুল হান্নান বলেন, শুক্রবার সন্ধ্যায় ২০/২৫জন যুবক চার/পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা ও কয়েকটি মোটরসাইকেলযোগে জনতা বাজারে প্রবেশ করে। এরপরেই তারা ইমনকে দেখে ধর ধর বলে দৌড়ানি দেয়। এবং ইমনকে কুপিয়ে জখম করে চলে যায়। 

তিনি আরও জানান, ঘটনার পরে ইমনকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল বলেন, হাসপাতালে আনার অনেক আগেই ইমনের মৃত্যু হয়েছে। মৃতের মাথায় ও শরীরে জখমের চিহ্ন দেখা গেছে।

এ বিষয়ে চাঁদপুরের হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশীদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে থানায় এ বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি।

/জয়/লিপি


সর্বশেষ

পাঠকপ্রিয়