ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

মাদারীপুরে পার্লারে কনে সাজতে গিয়ে আইফোন খোয়ালেন ইন্দোনেশিয়ার তরুণী

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ২৪ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৩:৫৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
মাদারীপুরে পার্লারে কনে সাজতে গিয়ে আইফোন খোয়ালেন ইন্দোনেশিয়ার তরুণী

ভুক্তভোগী কনে ইফহা এবং তার স্বামী শামীম মাদবর

পার্লারে কনে সাজতে গিয়ে আইফোন খুইয়েছেন ইফহা নামে এক তরুণী। তিনি গত ১৭ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়া থেকে প্রেমের টানে বাংলাদেশে এসেছেন। গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) শামীম মাদবরের সঙ্গে তার বিয়ের দিন ধার্য ছিল। শামীম মাদারীপুরের শিবচরের বাসিন্দা। 

বিয়ের দিন সকালে শিবচর পৌর এলাকার 'পাকিস্তানি বিউটি পার্লার’ নামে একটি পার্লারে সাজতে যান ইফহা। ওই সময় তার ফিফটিন প্লাস মডেলের আইফোনটি হারিয়ে যায়। এ ঘটনায় শিবচর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

শামীম মাদবর জানান, পার্লার থেকে ইফহার ফোনটি চুরি হয়েছে। পরে পার্লারের সিসি টিভি ফুটেজে দেখা যায়, বোরখা পরিহিতা এক নারী পার্লারে প্রবেশ করে ফোনটি নিয়ে দ্রুত বের হয়ে যাচ্ছে। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

বিউটি পার্লারের স্বত্বাধিকারী রেশমা আক্তার বলেন, ওই বিদেশি কনে সাজতে একজনের সঙ্গে আমার পার্লারে এসেছিলেন। সে সময় পার্লারে আরও দুজন এসেছিলেন। ফোনটি সারাক্ষণ কনের হাতে ছিল। সাজ শেষ করে তিনি ফোনটি দরজার কাছে টেবিলের উপর রেখে নাকফুল পরতে যান। ওই সময়ই বোরখা পরা এক নারী ফোনটি নিয়ে চলে যায়। 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, ভুক্তভোগী এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত করছি।

/লিপি


সর্বশেষ

পাঠকপ্রিয়