ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

আশুলিয়ায় ২৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৪  
আশুলিয়ায় ২৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

জব্দকৃত পিকআপ

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার আশুলিয়া থেকে ২৫ কেজি ৬৬ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনার মো. সিরাজুল ইসলাম (২৮) ও ব্রাক্ষণবাড়ীয়ার মো. সাদির (৪৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতরা বেশ কিছুদিন ধরেই দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকায় বিক্রয় করছিলো। 

রাকিব মাহমুদ খান বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/সাব্বির/লিপি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়