ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

দেশের শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে: এম এ মান্নান

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৪  
দেশের শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে: এম এ মান্নান

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান বলেছেন, ‘শিক্ষার কোনো বিকল্প নেই। কারণ এটাই জীবনের চাবিকাঠি। বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এই সরকারের আমলে দেশের শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আমরা চাই সবাই শিক্ষিত হোক।’ 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের হলরুমে ডুংরিয়া উত্তরণ ক্লাবের আয়োজনে এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এম এ মান্নান বলেন, পরীক্ষায় পাস করা বড় নয়। এর আগে মানুষ হতে হবে। ভালো মানুষ হতে হবে। টাকাওয়ালা মানুষ না, শক্তিশালি মানুষ না, অমায়িক মানুষ হতে হবে। সব মানুষকে যাতে সম্মান করতে পারেন এমন মানুষ হতে হবে। এর চেয়ে সম্মানের আর কিছু নেই। আমাদের সব মানুষকে সমান চোখে দেখতে হবে। কাউকে উঁচু কাউকে নিচু দেখলে হবে না ৷ স্রষ্টার সৃষ্টি সব সমান। সবাই এক পরিবারের। 

ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মদন মোহন রায়ের সভাপতিত্বে ও শিক্ষার্থী তাহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর চন্দ্র পাল, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন প্রমুখ।

মনোয়ার/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়