ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এক শিশুর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মোহাম্মদ রাসেল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মারা যাওয়া রাসেল ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের আজিজুল হকের ছেলে। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ভাসানচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৯
এসপি আসাদুজ্জামান বলেন, বলেন, ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে নেওয়ার পথে সন্ধ্যার দিকে শিশুটির মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য আরও ৬ জনকে চট্টগ্রামে মেডিক্যালে ভর্তি করা হচ্ছে।
প্রসঙ্গত, আজ শনিবার ভাষাণচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারের আব্দুর শুক্কুরের কক্ষের বারান্দায় থাকা গ্যাসের সিলিন্ডার লিকেজ হয়। এক পর্যায়ে গ্যাসের সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে শিশুসহ ৯ জন দগ্ধ হন। পরে অন্য রোহিঙ্গারা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। পরে দগ্ধদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে আনা হয়।
সুজন/মাসুদ