ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

লক্ষ্মীপুরে শেষ হলো ৩ দিনের সুন্নি ইজতেমা

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২২, ২৪ ফেব্রুয়ারি ২০২৪  
লক্ষ্মীপুরে শেষ হলো ৩ দিনের সুন্নি ইজতেমা

দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে শেষ হয়েছে তিন দিনের সুন্নি ইজতেমা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সাইফিয়া দরবার শরীফে জোহরের নামাজের আগে আখেরি মোনাজাত পরিচালনা করেন পীরে কামেল মাওলানা মোহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দিকী আসসাইফি (মাঃজিঃআঃ)। মোনাজাতে অংশ নেন হাজারো মুসল্লি।

আয়োজকরা জানান, আখেরি মোনাজাত উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে হাজারো মুসল্লির আগমন ঘটে ইজতেমা ময়দানে। গত বৃহস্পতিবার এই ইজতেমা শুরু হয়।

মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করেন পীরে কামেল মাওলানা মোহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দিকী আসসাইফি। এছাড়া সুন্নি এই ইজতেমায় দেশের প্রখ্যাত আলেম ওলামারা গুরত্বপূর্ণ বয়ান করেন। আখেরি মোনাজাত উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ইজতেমা প্রাঙ্গন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা নেওয়া হয়। 

জাহাঙ্গীর/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়