বৃদ্ধ বাবাকে আক্রমণ করায় ছেলের কারাদণ্ড
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁদপুরের সদর উপজেলার সোবাহানপুর গ্রামে বৃদ্ধ বাবাকে আক্রমণ করায় ছেলেকে আইনের আওতায় এনে ২০ দিন কারাদণ্ড দেয়া হয়েছে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত সোবাহানপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
স্থানীয়রা জানান, বৃদ্ধ বাবা মো. বশিরুল্লাহ পাটওয়ারিকে তার ছেলে মো. ফারুক পাটওয়ারি আঘাত করতে উদ্যত হন এবং বাবার ঘর ভাঙচুর করেন। খবর পেয়ে থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে ফারুককে আটক করেন। এরপর ভ্রাম্যমাণ আদালতে ফারুক দোষ স্বীকার করায় তাকে কারাদণ্ড দেন।
এ বিষয়টি নিশ্চিত করে ইউএনও সাখাওয়াত জামিল সৈকত বলেন, ভ্রাম্যমাণ আদালতে অপরাধী ছেলে ফারুক সচেতনভাবে দোষ স্বীকার করেন। পরে তার অপরাধ আমলে নিয়ে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এ সময় চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মুহসীন আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অমরেশ/বকুল