ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ ও আগরতলার সাংবাদিকদের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৪  
বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ ও আগরতলার সাংবাদিকদের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় প্রেসক্লাব এবং ভারতের আগরতলা প্রেসক্লাবের নেতারা। 

আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান জাতীয় প্রেসক্লাব এবং ভারতের আগরতলা প্রেসক্লাবের নেতারা। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ের মন্তব্য লিখে স্বাক্ষর করেন। 

এ সময় ভারতের আগারতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রমাকান্ত দে, সৈয়দ সাজ্জাদ আলী, কামাল চৌধুরী, রঞ্জন রায়, অভিশেক দে, সৌরজিত পাল, মনিশ লোধ, অভিশেক দেববর্মন, প্রণব সরকার, সুপ্রভাত দেবনাথ, দেবাশিষ মজুমদার, সুমন দেবরয়মসহ জাতীয় প্রেসক্লাব ও আগারতলা প্রেসক্লাবের ১৭ জন সদস্য উপস্থিত ছিলেন।
 

আরো পড়ুন:

বাদল/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়