ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

স্পিডবোটে সন্তান প্রসব, ১০ হাজার টাকা পুরস্কার ও আজীবন যাতায়াত ফ্রি

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ০৯:৪০, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
স্পিডবোটে সন্তান প্রসব, ১০ হাজার টাকা পুরস্কার ও আজীবন যাতায়াত ফ্রি

রাঙামাটির লংগদু উপজেলা থেকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে আসার পথে কাপ্তাই হ্রদে স্পিডবোটে এক শিশুর জন্ম হয়েছে।

এতে খুশি হয়ে ওই মা ও নবজাতককে ১০ হাজার টাকা পুরষ্কার ও আজীবন বিনামূল্যে যাতায়াতের সুবিধা দিয়েছেন বোট মালিক। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সাংবাদিক গোলামুর রহমান জানান, শিশুটির বাবার নাম মো. রাসেল। রোববার সকালে স্ত্রীর প্রসবব্যথা শুরু হলে তাকে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে মাইনি হাসপাতালে রেফার্ড করা হয়।

ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোগীকে সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে রাসেল তার স্ত্রী শিউলি বেগমকে স্পিডবোটে রাঙামাটি নিয়ে আসছিলেন। সুবলং লঞ্চঘাট এলাকায় পৌঁছালে স্পিডবোটে কন্যাসন্তানের জন্ম হয়।

বোট মালিক ও লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বলেন, স্পীডবোটে এক শিশুর জন্ম হয়েছে। এতে খুশি হয়ে নবজাতক ও তার মায়ের জন্য আজীবন যাতায়াত ফ্রি ও পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা দিয়েছি।

জেলা সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী বলেন, স্পীডবোটে জন্ম নেওয়া শিশুটি সুস্থ আছে। কিন্তু তার মায়ের গর্ভকালীন খিঁচুনি সমস্যার কারণে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বিজয়/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়