ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

রাজনগরে ছুরিকাঘাতে অটোরিকশাচালক খুন, আটক ২

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ২৬ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১০:৩৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
রাজনগরে ছুরিকাঘাতে অটোরিকশাচালক খুন, আটক ২

ফাইল ফটো

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ছুরিকাঘাতে সোয়াব আলী নামের এক অটোরিকশাচালক খুন হয়েছেন। রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উত্তর মুন্সীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সোয়াব আলী মুন্সীবাজারের গয়াসনগরের বাসিন্দা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাছিম ও কোহিনুর নামের ২ জনকে আটক করেছে পুলিশ।

রাজনগর থানার ওসি (তদন্ত) মির্জা মাজহারুল আনোয়ার বলেন, পাওনা টাকা নিয়ে সোয়াব আলীর সঙ্গে কাছিম ও কোহিনুরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কাছিম ও কোহিনুর উত্তেজিত হয়ে সোয়াব আলীকে ছুরিকাঘাত করে। দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরো পড়ুন:

হামিদ/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়