ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

চাঁদপুরে অন্তঃসত্ত্বা নারীকে এসিড নিক্ষেপ

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৪  
চাঁদপুরে অন্তঃসত্ত্বা নারীকে এসিড নিক্ষেপ

চাঁদপুরের মতলব উত্তরে মিলি আক্তার (২০) নামের এক অন্তঃসত্ত্বা নারীকে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে প্রতিবেশী মানিক নামের এক যুবকের বিরুদ্ধে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পশ্চিম সুজাতপুর গ্রামের প্রধান বাড়িতে এ ঘটনা ঘটে। মিলি ওই গ্রামের আইয়ুব আলী প্রধানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের আগে মিলিকে প্রায়ই উত্ত্যক্ত করতেন মানিক। যে কারণে দ্রুত মেয়ের বিয়ে দিয়ে দেন আইয়ুব। অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় সম্প্রতি বাবার বাড়িতে আসেন মিলি।

পবিত্র শবে বরাতের রতে সবাই নামাজ পড়তে মসজিদে চলে গেলে মিলি ঘরে একাই থাকেন। এ সময় মিলির শরীরে এসিড নিক্ষেপ করেন মানিক। দ্রুত তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্ত মানিককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

অমরেশ/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়