নিখোঁজের দুদিন পর বাড়ির পাশের পুকুরে ভেসে উঠলো শিশুর মরদেহ
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
উম্মে হাবিবা। ফাইল ফটো
রংপুরের পীরগাছায় নিখোঁজের দুদিন পর বাড়ির পাশের পুকুর থেকে উম্মে হাবিবা (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। উম্মে হাবিবা পারুল ইউনিয়নের চালুনিয়া গ্রামের আব্দুল হাকিমের মেয়ে ও স্থানীয় মিলিনিয়াম চাইল্ড স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় হাবিবা। এ ঘটনায় ওই দিন রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নিখোঁজ শিশুর বাবা।
সোমবার সকালে এক ব্যক্তি হাঁস তাড়াতে গিয়ে বাড়ির পাশের পুকুরে হাবিবার ভাসমান মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
শিশুর চাচা আব্দুল আজিজ বলেন, গতকাল এই পুকুরে জাল অনেক খোঁজাখুঁজির পরেও হাবিবার সন্ধান পেলাম না। অথচ আজ লাশ ভেসে উঠলো। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা বিচার চাই।
পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্টে হাতে পেলে জানা যাবে, কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে।
আমিরুল/কেআই