ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

ভাসানচরে বিস্ফোরণে দগ্ধ আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,  চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৬:০৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
ভাসানচরে বিস্ফোরণে দগ্ধ আরও এক শিশুর মৃত্যু

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক শিশুর মৃত্যু হয়েছ। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে সোমবার (২৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে মোবাশ্বেরা (৪) নামের শিশুটি মারা যায়। 

আরও পড়ুন: ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এক শিশুর মৃত্যু

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, নোয়াখালীর ভাসানচরে বিস্ফোরণে দগ্ধ মোবাশ্বেরা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর শ্বাসনালীতে বেশি বার্ণ ছিল।

আরো পড়ুন:

আরও পড়ুন: ভাসানচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৯

এর আগে, শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিস্ফোরণে দগ্ধ ৫ শিশুসহ ৭ জনকে চমেক হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক রাসেল নামে তিন বয়ছ বয়সী এক শিশুকে মৃত ঘোষণা করেন। সেদিন চমেক হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসাধীনদের মধ্যে জোবাইদা (২৫) শরীরের ২৫ শতাংশ, আমেনা খাতুনের (২৪) শরীরের ৮ শতাংশ, মো. সোহেলের (৫) শরীরের ৫২ শতাংশ, রুবি আলমের (৫) শরীরের ৪৫ শতাংশ, রুশমিনার (৩) শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়।

রেজাউল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়