ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ঝালকাঠিতে বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৪  
ঝালকাঠিতে বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

রমজান হাওলাদার

ঝালকাঠির নলছিটিতে বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় ছেলে রমজান হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভারানি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। 

আরও পড়ুন: ঝালকাঠিতে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, ছেলে পলাতক

পুলিশ জানায়, গত শনিবার রাতে দক্ষিণ রানাপাশা গ্রামের বাড়িতে খাবার খেয়ে ছেলে রমজান হাওলাদারের সঙ্গে ঘুমিয়ে ছিলেন বাবা খলিলুর রহমান। মধ্যরাতে ঘুমন্ত বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে পালিয়ে যায় রমজান। পরের দিন রোববার সকালে খলিলুর রহমানকে আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক খলিলুর রহমানকে মৃত ঘোষণা করেন। পুলিশ অভিযান চালিয়ে উপজেলা ভারানি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন:

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নিহতের হস্তান্তর করা হয়েছে। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের বাবাকে হত্যার কথা স্বীকার করেছে।

অলোক/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়