ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

জমি লিখে না দেওয়ায় স্ত্রীর মাথা ন্যাড়া করলেন স্বামী

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২০:১৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
জমি লিখে না দেওয়ায় স্ত্রীর মাথা ন্যাড়া করলেন স্বামী

নাটোরের বাগাতিপাড়ায় স্বামীকে জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে নির্যাতনের পর মাথার চুল কেটে ন্যাড়া করে দিয়েছেন স্বামী বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মসে সরকারকে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী নারীর নাম পপি খাতুন। তিনি একই গ্রামের মসে সরকারের স্ত্রী।

আহত পপি খাতুন জানান, আজ সোমবার সকালে তার স্বামী মসে সরকার ঘরে এসে ওড়না দিয়ে তার দুই হাত পেঁচিয়ে বেঁধে রেখে শারীরিক নির্যাতন করেন।পরে হাতুড়ি দিয়ে তার হাতে আঘাত করতে থাকেন। চিৎকার করার চেষ্টা করলে ব্লেড দিয়ে মুখ কেটে দেওয়ার হুমকি দেন স্বামী। একপর্যায়ে মাথার চুল কেটে ন্যাড়া করে দেন মসি সরকার। পরে স্থানীয়রা ভুক্তভোগীর স্বজনদের খবর দেন। সকাল ১১টার দিকে ভুক্তভোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরো পড়ুন:

এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রেজাউল করিম বলেন, আহতের শরীরের বিভিন্ন অংশে ও হাতে গুরুতর আঘাত রয়েছে। হাত ভেঙে গেছে কিনা তা এক্স-রে করলে জানা যাবে।

বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ বলেন, খবর পেয়ে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার অপরাধ স্বীকার করেছেন। মামলার প্রস্তুতি চলছে।

আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়