ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

মোহনায় বড়শিতে ধরা পড়ল বিশাল আকৃতির কোরাল

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০০, ২৬ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২১:৫১, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
মোহনায় বড়শিতে ধরা পড়ল বিশাল আকৃতির কোরাল

বরগুনার তালতলীতে সাগর মোহনায় জেলের বড়শিতে ধরা পড়েছে সাড়ে আট কেজি ওজনের কোরাল মাছ। 

রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তেতুলবাড়িয়া এলাকায় পায়রা নদীর মোহনায় সাগর মিয়ার বড়শিতে মাছটি ধরা পড়ে।

সাগর মিয়া তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা। পরে তিনি মাছটি জমাদ্দার ফিশ আড়ৎ-এ খোলা ডাকের মাধ্যমে এক হাজার টাকা কেজি দরে বিক্রি করেন। স্থানীয় মাছ  ব্যবসায়ী আল আমিন হাওলাদার মাছটি কিনে নেন। 

আল আমিন বলেন, নদী অথবা সাগর মোহনায় বড়শীতে ধরা পড়া মাছের দাম বাড়তি হয়। এর কারণ দীর্ঘক্ষণ মাছ সতেজ থাকে এবং মাছ ফ্রিজে রাখলেও গুণগত মান ভালো থাকে। মাছটি আশাকরি কেজিপ্রতি ১৫০টাকা লাভে বিক্রি করতে পারব।  

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব রাইজিংবিডিকে বলেন, চলতি বছর যে পরিমাণ বড় মাছ ধরা পড়ছে, গত ২০ বছরেও এত বড় মাছ ধরা পড়েনি। জেলেরা সরকারি আইন মেনে অবৈধ জাল পুরোপুরি বন্ধ করে দিলে সাগরে মাছ পানি সমান থাকবে।
 

ইমরান//

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়