ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ২৭ ফেব্রুয়ারি ২০২৪  
ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক শিশুর মৃত্যু

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর। ছবি: সংগৃহীত

নোয়াখালীর ভাসানচরে বিস্ফোরণে দগ্ধ চমেকে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এই শিশুর নাম রবি আলম। সোমবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম মেডিক্যালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, নোয়াখালীর ভাসানচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ রবি নামে এক শিশুর সন্ধ্যায় মৃত্যু হয়েছে। এর আগে সকালে মোবাশ্বেরা নামে আরও এক শিশুর মৃত্যু হয়।

গত ২৪ ফেব্রুয়ারি সকাল সোয়া ৮টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিস্ফোরণে ওইদিন শিশুসহ ৯ জন দগ্ধ হন। এদের মধ্যে ওইদিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাসেল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়। এই নিয়ে ভাসানচরে বিস্ফোরণের ঘটনায় তিন শিশুর মৃত্যু ঘটেছে।

/রেজাউল/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়